ভেড়ামারা প্রতিনিধিঃ
দৈনিক তথ্যচিত্র অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক,দৈনিক লালন কন্ঠ পত্রিকার সহকারী সম্পাদক সাংবাদিক জনি আহম্মেদ এর কন্যা উম্মে মারিয়া জীমের আজ ৮ তম শুভ জন্মদিন।
২০১৪ সালের এই দিন জন্ম নিয়েছিল শিশু মারিয়া। আরো একটি বছর করলে তুমি পার, সুস্থ থেকো,ভালো থেকো,এই কামনা করি বার বার শুভ জন্মদিন।
ভেড়ামারা ও কুষ্টিয়ার সাংবাদিকবৃন্দ মারিয়া জীমের শুভ জন্মদিন উপলক্ষে মহান আল্লাহর কাছে তার দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকুক, জীবনের প্রতিটি ক্ষণ শুভ হোক সুন্দর হোক,বাবা মার মুখ উজ্জ্বল করবে, মানুষের মত মানুষ হবে এই প্রার্থনা করেছেন।
মারিয়ার আব্বু, আম্মু তার জন্য দোয়া কামনা করেছেন।
Leave a Reply