আব্দুর রহমান ভেড়ামারাঃ
কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুর পুর বাজারে অবস্থিত মানবতার হাত সংগঠন এর পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
গত ২২ শে এপ্রিল মানবতার হাত সংগঠন থেকে প্রথমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। একটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন, সেই সাথে রক্তদান, সামাজিক উন্নয়ন , এতিমদের লেখাপড়ার খরচ চালানো হয়।
সংগঠনের সভাপতি সজিব আহমেদ বলেন, দুইটা মাদ্রাসায় আমরা ১৫ থেকে ২০ জন ছাত্রকে প্রতিমাসে খাতা কলম দিয়ে থাকি। রমজান মাসে ১২ থেকে ১৫ টা পরিবারে আমরা এক মাসের ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি। কিছুদিন আগে ষষ্ঠ শ্রেণীর একজন অসহায় ছাত্রের আমরা তার সমস্ত গাইড এবং গ্রামার কিনে দিয়েছি। এই সংগঠনের ক্যাশিয়ার হিসাবে নিয়োগ আছে মমিন শেখ। সহ-সভাপতি নাঈমুর রহমান বলেন তাদের লক্ষ্য অনেক দূর অসহায় মানুষদের কে নিয়ে অনেক দূর যেতে চাই। সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিখন আমি পেটভরে খাচ্ছি কিন্তু পাশের বাড়ির লোক অনাহারে আছে কিনা এটা আমাদের দেখার দায়িত্ব এটা ভেবেই মূলত এই সংগঠনের সাথে কাজ করা।
উক্ত মাহফিলে, বক্তব্য রাখেন মাওলানা আকমল হুজুর। রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেন। আরো উপস্থিত ছিলেন “দৈনিক তথ্যচিত্র নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক জনি আহম্মেদ, আরো ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নোমান জহির রাজা, এবং উপদেষ্টা হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মহব্বত আলী, যুগ্মসাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ। এবং আরো অনেকেই ছিলেন যারা সংগঠনটির সাথে প্রথম থেকে আছেন অসহায় মানুষদেরকে সেবা করার জন্য।
সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে:১০-০১-২০২২ খ্রিঃ।
Leave a Reply