তথ্যচিত্র নিউজঃ।।
কুষ্টিয়ার আনোয়ার হোসেন এর ছেলে মোঃসাইফুল ইসলাম হিরা একাউনটেন্ট এর আজ ৪২ তম শুভ জন্মদিন। কুষ্টিয়ার পৌরসভার মৃঙ্গলবাড়ী গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে মোঃসাইফুল ইসলামের আজ জন্মদিন। আজ ২০ এপ্রিল ২০২২ আজকের এই দিনে মোছাঃনুরজাহান বেগমের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। সাইফুল ইসলামের ২ মেয়ে। এক ভাই, বাবা একজন সরকারি চাকুরিজীবি ছিলেন।
সাইফুল ইসলাম দীর্ঘ ২০ বছর ধরে সততা ও নিস্ঠার সাথে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এ একাউনটেন্ট হিসেবে কর্মরত আছেন। সাইফুল ইসলাম হিরা বলেন আমি যত দিন বাঁচবো সততার সাথে কাজ করে যাবো।
সাইফুল ইসলাম এর জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন এ,এম,ডি মোঃআনিসুর রহমান, জে,ই,ডি ডাঃমোঃশেরেগুল, জি,এম,জনি আহম্মেদ, আমিনুল ইসলাম, হাসান, আছাদ,ও কুষ্টিয়া সার্ভিসিং অফিসের কর্মকর্তা মোঃফৈরদৌস আলী,ববি খাতুন,জলি রাণী, ছাব্বির প্রমুখ।
Leave a Reply