তথ্যচিত্র ডেক্সঃ
ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে অনেকেই জন্ম সনদ ফি নিয়ে অভিযোগ করে আসসেন, তার এই ধারাবাহিকতায় মোঃআব্দুস সামাদ চেয়ারম্যান জন্ম নিবন্ধন ফি এর একটা তালিকা সর্বস্তরের মানুষের কাছে দিবে বলে জানিয়েছেন তার ফেইসবুকে আইডিতে।
# মোঃআব্দুস সামাদ চেয়ারম্যান এর বার্তা তুলে ধরা হলো।
আসসালামু আলাইকুম,
জন্ম নিবন্ধন ফি, জন্ম নিবন্ধন সংশোধন ফি এসব ব্যাপারে অনেকেই আমার নিকট অভিযোগ দিয়েছে। আমি আমাদের মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের মানুষের নিকট এ ব্যাপারে একটি তালিকা দিতে চাই।
(১)জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত কোন ব্যক্তির টাকা লাগেনা এটি সম্পুর্ন ফ্রী।
(২)জন্ম ও মৃত্যুর ৪৫ দিন পর হইতে পাঁচ বছর ২৫ টাকা।
(৩)জন্ম বা মৃত্যুর ৫ বছর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন(সাকুল্যে) ৫০ টাকা।
(৪)জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা।
(৫)জন্ম তারিখ ব্যতীত, নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা ।
(৬)বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ফি ৫০ টাকা ।
এই তালিকার বাইরে আমার মোকারিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হবে না।
মোকারিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই তালিকার বাইরে অতিরিক্ত অর্থ যদি কোন কর্মচারী চাই, তাহলে আপনারা তাকে বলুন, কাজ করতে না পারলে চাকরি ছেড়ে বাসায় চলে যান । অতিরিক্ত অর্থ আপনারা দয়া করে কাউকে দেবেন না। মনে রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উর্ধ্বে কেউ নয় ।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু,
জয় শেখ হাসিনা।
Leave a Reply