আব্দুর রহমানঃ
কুষ্টিয়ায় ছাত্র মজলিসের মৃঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক বলেন- রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। রমজান মাস হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। সমাজের সর্বস্তরে সুখ ও সমৃদ্ধি বিস্তার এবং আদর্শ জাতি গঠনে কুরআন শিক্ষার বিকল্প নাই। ছাত্র ও যুব সমাজের চারিত্রিক ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে শিক্ষার সর্বস্তরে কুরআন শিক্ষা বাধ্যতামুলক করতে হবে। নৈতিক ও চারিত্রিক অধঃপতন রোধে কিশোর, তরুণ ও যুব সমাজের চারিত্রিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সর্বত্রই কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে।
ইবি শাখার সেক্রেটারি মুহাম্মদ আনোয়ারুল কবির এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ রায়হান আলী,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. গোলাম মহিউদ্দিন, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম শরীফ, কুষ্টিয়া জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি অধ্যাপক আজিরুল ইসলাম, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার বায়তুলমাল সম্পাদক কাজী রেজাউল করিম, ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল, আজম আলী, মুহাম্মদ শরিফুল ইসলাম । প্রমুখ
Leave a Reply