1. admin@dailytatthyachitra.com : admin :
ভেড়ামারায় ওড়না পেঁচিয়ে ব্রাক কর্মীর আত্মহত্যা। - দৈনিক তথ্যচিত্র
বিজ্ঞপ্তি :
দৈনিক তথ্যচিত্র প্রত্রিকায় দেশের জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে আগ্রহীগণ যোগাযোগ করুন -মোবাঃ ০১৭৩০-১৮৭৭৪২, e-mail - dailytatthyachitra2021@gmail.com

ভেড়ামারায় ওড়না পেঁচিয়ে ব্রাক কর্মীর আত্মহত্যা।

  • প্রকাশের সময় : Saturday, April 10, 2021
  • 223 জন দেখেছেন

ভেড়ামারা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে হৈমন্তি পাল হ্যাপী(৩১) নামে এক ব্রাক কর্মী আত্যহত্যা করেছেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌরসভার খন্দকবাড়ীয়া এলাকার বিকাশ কুমার পালের মেয়ে। ভেড়ামারা পৌরশহরের কাঠের পুল এলাকায় এক বাড়িতে একা ভাড়া থাকতেন এবং তাঁর স্বামী কুষ্টিয়া শহরে থাকতেন বলে জানা যায়। বেসরকারি সংস্থা ব্রাকের ভেড়ামারা অফিসের আরবান শাখার একজন মাঠকর্মী ছিলেন হৈমন্তি পাল। শনিবার সকালে সংবাদ পেয়ে ভেড়ামারা থানার এস আই মনির গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জালাল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে আত্নহত্যার প্ররোচনার অভিযোগে একজনকে দায়ি করে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে। হৈমন্তির মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের চাপা কান্নায় ভেড়ামারা থানা চত্বর।

শেয়ার করে সহযোগিতা করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি ও বিষয়বস্ত কোথাও প্রকাশ করা বেআইনি। © All rights reserved © 2021 দৈনিক তথ্যচিত্র
Design & Developed By AKATONMOY HOST BD