তথ্যচিত্র ডেক্সঃ
যাকাত অতীব গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় কর্তব্য। পবিত্র কোরআনের বহুসংখ্যক আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের উপর এ দায়িত অর্পণ করেছেন। কোরআন শরীফে বহু স্থানে সালাত বা নামাজের নির্দেশের পাশপাশি যাকাত আদায়ের অনুশাসনের কথা বর্ণিত হয়েছে। যারা যাকাত আদায় করে না আল্লাহ্ তাদেরকে হুঁশিয়ারী দিয়ে বলেছেন যে,যারা সোনা রূপা (অর্থ-সম্পদ) পুঞ্জিভূত করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এমন একদিন আসবে যে দিন সে সব সোনা-রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তা দিয়ে তাদের পূর্বাদেশ, মুখমন্ডল ও পিঠ আগুনে ঝলসানো হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা ধনসম্পদ কুক্ষিগতকরণে কালাতিপাত করেছো, কিন্তু তোমরা যাকাত আদায় করোনি। এটি হলো তোমাদের সেই গোনাহের শাস্তি। এখন তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ করো।’ (সূরা তাওবা ৩৪-৩৫)
বিশ্বনবী মুহাম্মদ (স) বলেছেন, ‘যারা যাকাত আদায় করে না তারা শেষ বিচারের দিন দেখতে পাবে তাদের সেই সব ধন-সম্পদ ভয়ংকর সাপ হয়ে তাদের দেহ জড়িয়ে ধরছে। এসব বিষাক্ত সাপ তাদের দেহকে কঠিনভাবে নিষ্পেষিত করবে, ছোবল দেবে এবং বলতে থাকবে, আমরাই তো তোমাদের আহরিত ধনসম্পদ এবং আমরাই হলাম সেইসব রত্নসম্ভার, যার প্রতি তোমরা এত আসক্ত ছিলে।’ (বুখারী)
যাকাত দিলে সম্পদ কমেনা বরং বারবে,তাই যাদের উপর যাকাত ফরয হয়েছে তাদেরকে যাকাত আদায় করার আহব্বান জানিয়েছেন আলেমগণ।
Leave a Reply