ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুর পুর বাজারে অবস্থিত মানবতা স্বেচ্ছায় রক্ত দানকারী সামাজিক সংগঠন অফিসে আজ শুক্রবার ৬ রমাজান জামালপুর ও মসলেমপুর ৭ নং ওয়াডের নবনির্বাচিত মেম্বার ইমারুল ইসলাম এর উদ্যোগে প্রায় ৩০০ জনের ইফতারের আয়োজন করা হয়।
মানবতা অফিস থেকে বাজারেগর আংশিক দোকান ও ৭ নং ওয়াডের আংশিক বাড়িতে ইফতারের মানসম্মত ১০০ জনের ইফতার পুঁছিয়ে দেওয়া হয়,বাঁকি ২০০ জনকে মানবতা অফিসে ইফতারের ব্যবস্থা করা হয়। অফিসে ইফতারিদের জায়গা না হওয়ায় বাহিরে জাগয়া করা হয়।
এ মহত উদ্যেগকে সাদুবাদ জানিয়েছেন ডাঃমোঃফসিউর রহমান ও মানবতা সংগঠন এর প্রতিষ্ঠাতা জনি আহম্মেদ।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহাদুর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃউজ্জল হোসেন, বাহাদুুপুর বাজার কমিটির সভাপতি মোঃহাফিজুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃবিদ্যুৎ হোসেন। ইউ পি সদস্য মোঃনুর ইসলাম, ইউ পি সদস্য মোঃইমারুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃজিল্লুর রহমান, মানবতা সংগঠনের প্রতিষ্ঠাতা জনি আহম্মেদ,
শিপন আলী, সাহেদ,মান্নান,রিক্তা,ফয়সাল প্রমুখ।
Leave a Reply